সহজে পন্য অর্ডার করার পদ্ধতি

Super Tools Bangladesh ওয়েব সাইটটিতে পন্য দেখে পছন্দ হলে খুব সহজেই পন্য টি অর্ডার করে কিনে নিতে পারেন।

অর্ডার করার জন্য নিচে বর্নিত পদ্ধতি অনুসরন করুন:

১। প্রথমে আপনি যেই পন্যটি কিনতে ইচ্ছুক সেটির ‘Add to Cart’ বাটন ক্লিক করুন।

২। স্ক্রিনের উপরের ডানদিকে Cart (ঝুড়ির ছবি) বাটন বা View Cart লেখা বাটনটিতে এ ক্লিক করলে আপনার পছন্দ করা পন্য/পন্যসমূহ দেখতে পাবেন।

৩। Cart থেকে কোনো প্রোডাক্ট বাদ দিতে চাইলে X(ক্রস) ক্লিক করে কেটে দিন।

৪। Cart এ থাকা পন্যগুলো অর্ডার করতে Proceed to checkout বাটন ক্লিক করুন।

৫। তারপর অর্ডার ফরমটিতে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর দিন।

৬। আপনি আপনার বাসার ঠিকানা ছাড়া অন্য কোথাও ডেলিভারী নিতে চাইলে তা Shipping Details এ উল্লেখ করুন।

৭। আপনি আপনার অর্ডারকৃত পন্য এবং তার দাম, সাথে ডেলিভারী চার্জ দেখতে পাবেন এবং মোট বিল কত হয়েছে তা দেখতে পাবেন।

৮। আমরা বর্তমানে Cash on Delivery সিস্টেমে পন্য বিক্রি করছি। অর্থাৎ আপনি অর্ডারকৃত পন্য হাতে পেয়ে টাকা দিবেন।

৯। Terms and Condition পেজটি পড়ে টিক চিহ্ন দিন।

১০। সবশেষে ‘Place Order’ এ ক্লিক করে অর্ডারটি সম্পূর্ন করুন।

বিশেষ দ্রষ্টব্য:

এই ওয়েবসাইটে আপনার একাউন্ট না থাকলেও আপনি আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে অর্ডার করতে পারবেন।

তবে পরবর্তীতে বিভিন্ন সুবিধা পেতে এবং অর্ডার স্ট্যাটাস জানতে চাইলে একটি খুব সহজে একটি একাউন্ট তৈরি করে নিন।

4 thoughts on “সহজে পন্য অর্ডার করার পদ্ধতি

cialis buy

Reply

Definitely, what a great blog and revealing posts, I definitely will bookmark your site. Best Regards!

December 28, 2020 at 12:34 pm

pożyczka pozabankowa

Reply

I got what you intend,bookmarked, very decent website.

January 1, 2021 at 10:38 pm

car key replacement

Reply

I am incessantly thought about this, thanks for posting.

January 2, 2021 at 9:52 pm

renault key card wallet

Reply

Some really great info, Gladiola I detected this. I’m not spaming. I’m just saying your website is AWSOME! Thank you so much! Please vist also my website.

January 3, 2021 at 3:51 am

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *

Cart
Your cart is currently empty.